রোজার
প্রথম দিন মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন’ কর্মসূচিতে অংশ
নিয়ে এই আহ্বান জানান তিনি।
বেনজীর
বলেন, যারা খাদ্যে ভেজাল মেশাবে, তাদের শাস্তি দিতে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে।
ভেজালের
শাস্তি বাড়াতে নিরাপদ খাদ্য আইন সংশোধন করে এই বিধান যুক্ত করার প্রস্তাব দেন তিনি।
“নিরাপদ
খাদ্য আইন ২০১৩ সংশোধন করে এতে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করতে হবে, যাতে খাদ্যে
কেউ ভেজাল মেশাতে সাহস না পায়।”
এই কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভেজালকারীদের ছাড়
দেওয়া হবে না।
এ বছর
দ্রব্যমূল্য নিয়ে রাজধানীবাসীর বিড়ম্বনা এড়াতে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর
দোকান মালিক সমিতি ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন’ এর আয়োজন করেছে। এ কর্মসূচিতে শশা, বেগুন,
কাঁচামরিচ ও টমেটোসহ কয়েকটি পণ্য যেখানে স্বল্পমূল্যে বিক্রি করা হচ্ছে।
ঢাকা
উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম কর্মসূচি উদ্বোধন করেন।
তিনি
ভেজালমুক্ত, সঠিক ওজনে এবং কম দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান
জানান।
আতিক বলেন, “কোনো কারণ
ছাড়াই বাংলাদেশে দাম বাড়ানোর একটা প্রবণতা অসাধু ব্যবসায়ীদের মধ্যে দেখা যায়, যা একেবারে কাম্য নয়।”
এই কর্মসূচিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের
(ক্যাব) সভাপতি গোলাম রহমান, এফবিসিসিআই
সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত
ছিলেন।
ব্যবসায়ীদের
উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ উদ্যোগ রাজধানীর বিভিন্ন স্থানে
চালু করা উচিত।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com