কেরানীগঞ্জে ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন রমজান আলি মেম্বার।।
মোঃইমরান হোসেন ইমু।। : কেরানীগঞ্জে বিদু্ৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন অাহম্মেদের নিদের্শনায় এবং স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শাকুর হোসেন সাক্কুর সহযোগিতায় ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন ৪ নং ওয়ার্ডের মেম্বারের হাজি রমজান অালী। সোমবার দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালকদের মাঝে , ৫ কেজি চাইল ১ডাল, ২কেজি অালু ও ১ কেজি পেয়াজ বিতরন করা হয়। খাদ্য সামগ্রী বিতরনকালে মেম্বার, নিদের্শ মোতাবেক অামরা জনগনের পাশে অাছি। এ পযন্ত অামার ব্যক্তিগত শাক্কু ভাইয়ের সহযোগতিায় ১০০০ পরিবারের বাসায় খাদ্য সামগ্রী বিতরন করেছি। সামনে অারো ২হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করব। সবাইকে অসহায় মানুষের পাশে দাড়ানোর অাহ্বান জানান।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com