কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মো: ইমরান হোসেন ইমু,
যথাযোগ্য মর্যাদায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, মিলাদ মাহফিল, আলোচনা অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।
আজ (১৭ই মার্চ) বুধবার রাত ৮টায় কেরানীগঞ্জ মডেল থানা কম্পাউন্ডে পুলিশ কর্মকর্তাদের ছোট ছোট বাচ্চাদের অংশগ্রহণে কেক কেটে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়,এরপর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, তার বর্ণাঢ্য জীবন সম্বন্ধে আলোচনা অনুষ্ঠান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়।কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম এর সভাপতিত্বে ইনচার্জ (অপারেশন) আসাদুজ্জামান টিটুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির( অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ঢাকা দক্ষিণ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, নজরুল ইসলাম ওসি ডিবি ঢাকা দক্ষিণ, আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানা, আলহাজ্ব সোলাইমান জামান (চেয়ারম্যান আল-বারাকা হাসপাতাল) প্রমুখ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com