কেরানীগঞ্জে ৪,৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা-সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকার কেরানীগঞ্জে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।
রবিবার দুপুরে ঢাকা জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম দক্ষিণ) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় জেলা ডিবির (দক্ষিণ) ওসি মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ইব্রাহিমকে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়–বিক্রয়ের চার লাখ ১০ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।
এএসপি তরিকুল ইসলাম আরও বলেন, গ্রেফতারকৃত ইব্রাহিম চাঁদপুরের হাইমচর উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করেন।
অভিযানের সময় তার সহযোগী এবং এই মাদক চক্রের মূলহোতা আনোয়ার হোসেন পালিয়ে যান। ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও দুটি ফৌজদারি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ইব্রাহিমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com