মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া মোনাজাত ও খাবার বিতরণ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিলাদ মাহফিল ও দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ শুক্রবার (২৭শে আগস্ট) সকালে শুভাঢ্যা ইউনিয়নর ৬নং ওয়ার্ডের খেজুর বাগ পুকুর পাড়ে সংগঠনটি নিজস্ব কার্যালয়ে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন উপস্থিত থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এরপর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ম. ই মামুন,
শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আবুল কাশেম,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য মোঃ রাসেল রানা, শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মঙ্গল চান, স্থানীয় আওয়ামী লীগ নেতা লাল মিয়া সহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।