দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আয়োজন করেছে।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের চুনকুটিয়া চৌরাস্তাস্থ প্রধান কার্যালয়ে মিলাদ দোয়া মোনাজাত ও গনভোজের আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে এবং সদ্য মৃত্যু হওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এর বাবা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুর মোহাম্মদ সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও মোনাজাত করা হয়।
দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আওলাদ হোসেন শুকুর।
দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী রমজান আলী মেম্বারের সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. শাহ্ সেলিম আহমেদ বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উৎপল মুজদার, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন জসিম ও সহ-সভাপতি মোঃ মাসুদ প্রমুখ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com