মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
লকডাউনের তৃতীয় দিনে কেরানীগঞ্জের অবস্থা যেমন ছিল।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে সরকার ঘোষিত লকডাউন এর তৃতীয় দিনে লোক সমাগম ও যানবাহন চলাচল দুটোই বেড়েছে। কারনে অকারনে সাধারন মানুষকে রাস্তায় ঘোরা ফেরা করতে দেখা গেছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত উপজেলা প্রশাসন টিম মাঠে কাজ করলেও উৎসুক মানুষের ভিড় ঠেকাতে পারেনি।
উৎসুক মানুষকে ঘর থেকে বের হতে নিবৃত্ত করতে আজ মোবাইল কোর্টের মাধ্যমে কেরানীগঞ্জে ২২জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। এদের মধ্যে পনেরো জনকে ৯০০০ (নয় হাজার) টাকা জরিমানা ও সাতজনকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথের আদালত। এছাড়াও উপজেলার প্রাণকেন্দ্র কদমতলী হাসনাবাদ এলাকায় লোক সমাগম কম থাকলেও পাড়া-মহল্লার অলিতে-গলিতে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো, মহল্লা ভিত্তিক দোকানপাট ছিল সবই খোলা। বাড়ি থেকে বের হওয়া মানুষের হাজার অজুহাত।আগানগর বুড়িগঙ্গা বেড়িবাঁধ এলাকায় কয়েকটি হোটেল রেস্তোরায় বসে খাওয়া-দাওয়া করতে দেখা গেছে।
পণ্যবাহী বাদে সব ধরনের নৌযান বন্ধ করার ঘোষণা থাকলেও বুড়িগঙ্গা পারাপারের খেয়া নৌকা চালু ছিল এবং স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে এগুলোতে সাধারণ জনগণকে পারাপার হতে দেখা গেছে। দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর কেরানীগঞ্জের অংশে কদমতলী লায়ন শপার্স এর সামনে পুলিশের চেকপোষ্টে ব্যক্তিগত গাড়িকে মাঝেমধ্যে থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। সব মিলিয়ে বলা যায় মাঠ প্রশাসনের ঐকান্তিক চেষ্টায় মোটামুটি ভাবে কেরানীগঞ্জে পালিত হচ্ছে লকডাউন। এছাড়াও আজ সর্বশেষ খবর অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (RMO)ডাক্তার মশিউর রহমানের সাথে আলাপ করে জানা গেছে, কেরানীগঞ্জে করোনা পরিস্থিতি ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করছে। আজ সারাদিনে পঁয়ত্রিশটি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং
গতকাল পর্যন্ত ২৯টি নমুনা পরীক্ষায় সাতজনের পজেটিভ এর খবর পাওয়া গিয়েছে। কেরানীগঞ্জের একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে জিনজিরা ২০ শয্যা হাসপাতালের ১৩ জন রোগী বর্তমানে ভর্তি আছে এবং সাতটি বেড খালি আছে। গত বছরের ৫ই এপ্রিল কেরানীগঞ্জ প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট ২৭২৬ জন করোনা শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত ৪৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।