মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
কেরানীগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে ৩২ জনকে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
ঢাকার কেরানীগঞ্জ করোনার হটস্পট হলেও বর্তমানে প্রশাসনের তৎপরতায় তা নিয়ন্ত্রণে রয়েছে। সরকার ঘোষিত সাত দিনের লকডাউন এর চতুর্থ দিনের(৪ঠা জুলাই, রবিবার। কেরানীগঞ্জে রিকশা ছাড়া অন্যান্য যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। বৃষ্টি উপেক্ষা করে র্্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সমন্বয়ে গঠিত উপজেলা লকডাউন মনিটরিং টিম আব্দুল্লাহপুর রুহিতপুর হাসনাবাদ কদমতলী সহ উপজেলার বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রেখেছে।
এই সময় বিনা কারণে ঘর থেকে বের হওয়া জনসাধারণকে নিবৃত্ত করতে ৩২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদের মধ্যে ৩১ জনকে ১৩৭০০/- জরিমানা ও একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও প্রায় ঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ এর নেতৃত্বে পুলিশ-সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত টিম কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এ সময় রাস্তার চলন্ত যানবাহন তল্লাশি এবং বের হওয়ার কারণ জিজ্ঞাসা করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের চলাচলের সুযোগ দেওয়া হয়েছে এবং যারা উপযুক্ত তথ্য দিতে পারেনি তাদেরকে জরিমানা করা হয়েছে। সে সময় তার সাথে থেকে তাকে সহযোগিতা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম, ঢাকা জেলা দক্ষিন ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর পীযূষ বিশ্বাস, ইন্সপেক্টর শহীদুল ইসলাম শহীদ সহ সেনা বাহিনীর একটি চৌকস দল।