ঢাকার কেরানীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব) ১০এর অভিযান চালিয়ে অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০ সিপিসি-২ সদস্যরা।
আজ ৩১ শে অক্টোবর রবিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন চড়াইল বালুরমাঠ এলাকার সোহেল মিয়া ও রিপন মিয়ার নামের গ্যারেজ থেকে মোঃ রাজিব (২৮) ও তার সহোদর ভাই সজিব (২০) এবং নুর ইসলাম (৩৫) নামের অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা চারটি অটো রিক্সা গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত তিনদিন আগে মোঃ রাকিব নামের চরকুলিয়া মধ্যেরচর এলাকার অটোরিকশা চালককে কার্পেট নিয়ে আসার কথা বলে ভাড়া করে আটককৃত নুর ইসলাম ও তারেক সহযোগী। পরে রাকিবের কাছ থেকে কৌশলে অটোরিকশা থেকে চুরি করে পূর্ব চরাইল রাজিব ও সজিবের কাছে এনে বিক্রি করে নুর ইসলাম।
এ ঘটনায় পুরো চক্র কে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, তারা সারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অটো গাড়ি চুরি করে এনে কেরানীগঞ্জে বিক্রি করে দেয় আর এই গ্যারেজে আসার সাথে সাথে গাড়ি চেঞ্জ হয়ে যায় আমরা অভিযান চালিয়ে চারটি অটো গাড়ি উদ্ধার করেছি এবং কেরানীগঞ্জে যেত চোরাই অটো গাড়ি আছে আমাদের এই অভিযান চলমান থাকবে বলে জানান মেজর শারিয়ার আদনান। অভিযান শেষে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com