শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে যুব সমাজের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ
ইমরান হোসেন ইমু(কেরানীগঞ্জ) :
ঢাকা কেরানীগঞ্জের আমবাগিচা, পানির টাংকি এলাকায় অসহায় ও গরীব মানুষের মাঝে চাল,ডাল ও পেয়াজ বিতরন করেন আমবাগিচা যুব সমাজ। করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে যখন লকডাউন চলছে সে মুহূর্তে
মোঃ তারেক রহমান ও মোঃ হাবিবুল সনি এর উদ্দেগ্যে,
প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এই খাবার সামগ্রী বিতরন করা হয়। এসময় অন্যান্য দের মাঝে আরো উপস্থিত ছিলেন। মোঃ সোহেল,মোঃ ইমরান হোসেন সানজিদ,মোঃ পারভেজ হোসেন তরিক,মোঃ বাবু,মোঃ জিবন সহ আমবাগিচা এলাকাবাসী।