মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু।
টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া চৌরাস্তায় মোটরসাইকেল-প্রাইভেট কারের সংঘর্ষ আহত জাকিয়া শেখ সিমু (২০) নামের এক যুবতী দীর্ঘ সাত দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল(২২শে আগস্ট) সন্ধ্যায় মারা গেছে। গত ১৫ই আগস্ট বিকেলে মেয়েটি তার বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন। নিহত সিমু সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন গজাইল শ্যামপুরের খৈইজুদ্দিন শেখের মেয়ে, বর্তমানে সে কামরাঙ্গীরচরের হুজুর পাড়ায় পরিবারের সাথে বসবাস করত। এ ঘটনায় আহত মোটরসাইকেলের চালক মেয়েটির বন্ধু ইমন (২৩)বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সুবীর চন্দ্র
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় গতকাল মেয়েটির মৃত্যু হয়েছে,ছেলেটার অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পর আহত ইমন এর বোন জামাই রাজ্জাক মিয়া বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে মামলার আসামি হিসেবে প্রাইভেটকারে চালককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি এতদিন দুর্ঘটনার মামলা থাকলেও বর্তমানে তা হত্যা মামলায় রূপান্তরিত হবে।