কেরানীগঞ্জে মার্চ জুড়ে রণাঙ্গনের গল্প শুনাবেন মুক্তিযোদ্ধারা,
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের কাহিনি শুনাতে, মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন ও ধারণ করে নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে, রণাঙ্গনের গল্প নিয়ে প্রতিটি স্কুল ও মাদ্রাসায় যাবে রণাঙ্গনের বীর সেনারা।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পরিকল্পনায় ও উপজেলা পরিষদের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে মুজিব শতবর্ষ উদযাপন কমিটি কেরানীগঞ্জ।
সোমবার (১ মার্চ) মাস জুড়ে আয়োজনের প্রথম দিনে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ হাজী নুর মোহাম্মদ। এ সময় রণাঙ্গনের মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতার কথা শুনে শিক্ষার্থীদের পাশাপাশি মঞ্চে উপবিষ্ট অতিথিরাও আবেগপ্রবণ হয়ে পরেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইলসহ অনেকে।
এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, 'রণাঙ্গণের গল্প' স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ১ মার্চ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষালয়ে একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধের সময়কার গল্প, অভিজ্ঞতা, আবেগ এবং অনুভূতির স্মৃতি তুলে ধরবেন কেরানীগঞ্জের নতুন প্রজন্মের কাছে। যার যাত্রা শুরু হলো বাঘৈর উচ্চ বিদ্যালয়, তেঘরিয়া থেকে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com