ঢাকার কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে র্যাব-১০ এর সিপিসি ২ টিম।
, মোঃ ইমরান হোসেন ইমু কেরানীগঞ্জ ঢাকা,,
আজ বুধবার (২৫শে নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় র্যাব ১০
ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সুমন (২৮) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃত সুমন এর পিতার নাম শফিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা আনন্দবাজার এলাকায়, বর্তমানে সে কেরানীগঞ্জের চুনকুটিয়া ভাড়া বাসায় থাকত।
অভিযান প্রসঙ্গে
র্যাব১০এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ ,
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com