কেরানীগঞ্জে মাদক বিক্রেতা স্বামী-স্ত্রী আটক,,
কেরানীগঞ্জ সংবাদ দাতা ইমরান হোসেন ইমু,,
রাজধানী ঢাকার কেরাণীগঞ্জে ৫০ পিস ইয়াবা, ১০৫ পুড়িয়া হেরোইন, মাদক ব্যবসার দুই লক্ষ দশ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ০১ টি মোটর বাইকসহ দুইজনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টিপু সুলতান (২৮) ও তার স্ত্রী তুলি আক্তার (২১)।
তাদের বাড়ী উপজেলার শাক্তা ইউনিয়নের শিকারীটোলা গ্রামে। তারা কুলচর হাজী নুরুল আমিনের বাড়িতে ভাড়া থেকে দীর্ঘদিন যাবত এ কাজ চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।
এদিকে এস আই খায়রুজ্জামান সিকদারের এজাহারের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। যার নাম্বার ১৬(০১)২০২১।
মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটকের খবরটি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্বদানকারী ও থানার ওসি অপারেশন আসাদুজ্জামান টিটু।
তিনি বলেন, এটি মাদকের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার চলমান অভিযানের একটি অংশ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com