কেরানীগঞ্জে মাদকদ্রব্যসহ ০৬ জুয়াড়ি গ্রেফতার।
সোহাগ খান, স্টাফ রিপোর্টার :
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা ও পানগাঁও এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী ও পাচ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শুক্রবার (১২ই ফেব্রুয়ারী) বিকালে র্যাব-১০ এর মিডিয়াসেল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকা থেকে ৩১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রতন হোসেন (৩০) নামের একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও একই তারিখ রাত পৌনে নয়টার দিকে দক্ষিণ পানগাঁও জেলে পাড়া এলাকায় জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় পাচজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম-মোঃ শফিকুল ইসলাম (৪৬), আনোয়ার হোসেন (৫২), রতন রাজবংশী (৪২), নিরঞ্জন রাজবংশী (৪২) ও সজিব চন্দ্র রাজবংশী (৩৪) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে তিনসেট জুয়া খেলার কার্ড (তাস), ছয়টি মোবাইল ফোন ও নগদ ১৩,০৩০ (তের হাজার ত্রিশ) টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com