কেরানীগঞ্জে ময়লার ডাম্পিং স্টেশন সরিয়ে রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন।
[caption id="attachment_14710" align="alignnone" width="1024"]
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:[/caption]
কেরানীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে নির্মিত ময়লার ডাম্পিং স্টেশন অপসারণ ও রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢাল এলাকায় ঢাকা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী একটি মহল জোরপূর্বক জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ একটি রাস্তার মুখ বন্ধ করে সেখানে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণ করে। ফলে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও জনভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ময়লার তীব্র দুর্গন্ধে এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
[caption id="attachment_14711" align="alignnone" width="1024"]
বক্তারা জানান, জিনজিরা ও কালিন্দী ইউনিয়নের মধ্যবর্তী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ থেকে বুরহানিবাগ কবরস্থান পর্যন্ত প্রায় ৫০০ ফুট সড়কের একটি অংশের ৫৫ ফুট রাস্তা ডাম্পিং স্টেশনের কারণে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি এলাকাটি মাদক বিক্রির আখড়ায় পরিণত হওয়ায় সামাজিক নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।[/caption]
এ সময় বিএনপির নেতা মোঃ রকি হোসেন টাইগার বলেন, “জনগণের চলাচলের রাস্তা দখল করে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত এই ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে নিয়ে রাস্তাটি উন্মুক্ত করতে হবে, নইলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার, মনোয়ারা বেগমসহ জিনজিরা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী, এলাকাবাসী ও সাধারণ জনগণ।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com