কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা:
কেরানীগঞ্জে পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি গাঁজা এবং ৪০ বোতল WINCEREX কফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ধরনের অভিযান মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com