কেরানীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কৃষক লীগের খাবার বিতরন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের পিতা ডাঃ নূর মোহাম্মদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করেছে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী কৃষক লীগ।
আজ শুক্রবার (২৭শে আগস্ট) বিকেল ৪ টা শুভাঢ্যা ইউনিয়নর ১নং ওয়ার্ডের শহীদ স্বপন সমাজ কল্যাণ স্মৃতি সংসদ মিলনায়তনে শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের ১নং ওয়ার্ড সভাপতি হাজী মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন দুলু উপস্থিত থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এরপর বঙ্গবন্ধু ও ডাঃ নূর মোহাম্মদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে আগত অতিথিদের মাঝে বিরানী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক নুরে আলম নুরু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান মৃধা, সদস্য ফরিদ হোসেন, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী হুমায়ুন কবীর মৃধা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার সাগরসহ, স্থানীয় কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com