কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৬জন আটক করেন,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক দু'টি বিশেষ অভিযান পরিচালনা করে বিশেষ পদ্ধতিতে পেটের মধ্যে করে ইয়াবা পাচার কালে ৪জন এবং এবং বিপুল পরিমাণ গাঁজা পাচার কালে ২জন গাঁজা ব্যবসায়ী সহ মোট ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)
র্যাব-১০ মিডিয়া সেল থেকে আজ (২রা আগস্ট) সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল সন্ধ্যায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা (হিজলতলা বাজার) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে ওত পেতে থাকা র্যাবের একটি চৌকস দল মোঃ আনোয়ার হোসেন (১৯),মোঃ কায়সার উদ্দিন (১৮),মোঃ মাহমুদ হাসান @ লাবু (২১) ও মোঃ আমিন @ গুড়া (২০) নামের চার ব্যক্তি কে রাস্তা দিয়ে যাওয়ার সময় চ্যালেঞ্জ করলে তারা ইয়াবা বহনের কথা অস্বীকার করে। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে পেটের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো ৩৮ টি ছোট ক্যাপসুল আকারে ১৯১০ পিস ইয়াবার সন্ধান পাওয়া যায়। এর আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা। এছাড়াও একই দিন মধ্যরাতে হাসনাবাদ বেবি স্ট্যান্ড এলাকা দিয়ে পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ মোঃ আকরাম হোসেন (২৩) ও মোঃ সাব্বির(২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৮লক্ষ টাকা।
র্যাব-১০সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জ ও এর আশেপাশে মাদক সরবরাহ করতো বলে স্বীকার করেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com