কেরানীগঞ্জে পুরুষ ও নারীসহ ২ ইয়াবা ব্যবসায়ী,র্যাবের হাতে আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে
ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব -১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল শনিবার (৩১শে জুলাই) মধ্যরাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে সাড়ে ছয় লক্ষ টাকা মূল্যমানের ২১৭০ পিছ
একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,৫১,০০০/- (ছয় লক্ষ একান্ন হাজার) টাকা মূল্যের ২,১৭০ (দুই হাজার একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া (৩০) ও মোঃ জালাল (৩৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং কেরানীগঞ্জ ও ঢাকার আশেপাশে মাদক সরবরাহ করে বলে স্বীকার করেন। এর তথ্য নিশ্চিত করে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এই ঘটনায় ।
ধৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com