মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
কেরানীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্য,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জে বন্ধুদের সাথে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিরব(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি শাক্তা ইউনিয়ন কামার্তা গ্রামের ইমরান মিয়ার একমাত্র পুত্র। ইমরান দম্পতির এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলেই বড় ছিল। সন্তান হারিয়ে ইমরান দম্পতি এখন পাগল প্রায়।
গতকাল (২৯শে জুন) মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের কামার্তা গ্রামের আব্দুর রহিমের পুকুরে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, দুপুরে তিন বন্ধুর সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নীরব। পানিতে ডুবে যাওয়ার পর দুই শিশু বাড়িতে খবর দিলে এরপর বহু খোঁজাখুঁজির পরেও না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করে। দিনভর ফায়ার সার্ভিসের খোঁজাখুঁজিতে শিশুটিকে উদ্ধার করা যায়নি পরবর্তীতে আজ সকালে স্থানীয়ভাবে জাল ফেলে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম বলেন, বাচ্চা পানিতে ডোবার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মিলে উদ্ধার তৎপরতা চালিয়েছে কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আজ সকালে স্থানীয়রা মিলে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।