কেরানীগঞ্জে পাঁচ মিনিটে মটর সাইকেল চুরি, থানায় অভিযোগ ঢাকা মেট্রো হ 506 959,
মোঃ ইমরান হোসেন ইমু, কেরানীগঞ্জ ঢাকা,
ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন পরিষদের মূল ফটক থেকে একটি লাল কালো রঙ্গের গ্ল্যামার মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো হ 506 959, ইঞ্জিন নম্বর- JA06EJHGG02049, চেসিস নাম্বার- PS1JAS091HGJ00535।
আজ সোমবার ১৯ অক্টোবর বেলা বারোটার সময় মোটরসাইকেলটি চুরি হওয়ার পর মালিক মোঃ আপন মাহমুদ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গাড়ি মালিক মোহাম্মদ আপন মাহমুদ জানায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আইন্তা পশ্চিম পাড়া এলাকা থেকে, জমি সংক্রান্ত কাজের জন্য আগানগর ইউনিয়ন পরিষদের তফসিল অফিসে আজ সোমবার সকাল ১২ টায় আসি। কাজ শেষ করে ১২.০৫ মিনিটে ইউনিয়ন পরিষদের তফসিল অফিস থেকে বের হয়ে আমি দেখতে পারি আমার লাল কালো রং এর গ্লামার গাড়িটা যে স্থানে রেখে গিয়েছিলাম তা নেই। অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটি না পেয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিষয়টি জানিয়েছি। কেরানীগঞ্জ দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক, সঞ্জয় কুমার মোটরসাইকেল চুরির ঘটনাটি তদন্ত করছেন।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার সাথে কথা বলে জানা যায়, আপন নামের এক ভুক্তভোগীর গাড়ি চুরির বিষয়ে অভিযোগটি হাতে পেয়েছি। চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোর চক্র কে আটকের চেষ্টা চালছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com