সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে পর্চা জালিয়াতির অভিযোগে একজনকে ১৫ দিনের জেল
কেরানীগঞ্জ ঢাকা,
কেরানীগঞ্জে জালিয়াতির মাধ্যমে পর্চার জাল প্রস্তাবপত্রসহ লোকমান হাকিম (৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের সাজা দিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নির ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৫ অক্টোবর দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভূমি অফিসে জালজালিয়াতি করে বাস্তা মৌজায় ৫ শতাংশ জায়গার জালপর্চা প্রস্তাবপত্র কর্তৃপক্ষের নজরে এলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার দোষ স্বীকার করে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
আটক লোকমান হাকিম ,
আরসীন গেট এলাকার বাসিন্দা, তার পিতার নাম আব্দুল জব্বার মিয়া । লোকমান বিভিন্ন ভূমি অফিসে দালালী করে।দালালী ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থআদায় করা তার পেশা।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ ভূমি অফিস দালালমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ অফিসে কোন জাল জালিয়াতির কোন সুযোগ নেই