কেরানীগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগে বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
কেরানীগঞ্জ, ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে কেরানীগঞ্জে সাধারণ মানুষের মাঝে গণসংযোগ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা-৩ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় আজ শুক্রবার সকালে বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। গণসংযোগ কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
গণসংযোগ চলাকালে গয়েশ্বর চন্দ্র রায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপি’র প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে।”
এসময় উপস্থিত নেতা-কর্মীরা এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারমাধ্যমে দলের অবস্থান তুলে ধরেন। স্থানীয় জনগণও গণসংযোগে অংশ নিয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com