সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
সারা দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ সহ নারীর প্রতি বর্বরতা এবং আইনশৃংখলার চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা।
আজ শুক্রবার বাদ জুম্মা সংগঠনটির উদ্যোগে কেরানীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আগানগর কদমতলী গোল চত্বরে গিয়ে শেষ করে, কদমতলী লায়ন শপিং সেন্টারের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এতে সংগঠনের ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব শাহাদাত হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খান, সহ-সভাপতি হাফেজ জয়নাল আবেদীন, আলহাজ্ব মোহাম্মদ হানিফ মেম্বার, কামরুজ্জামান, হাসমত আলী, মাওলানা ইলিয়াস হোসাইন, আতিকুর রহমান, হাফেজ জহিরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র শ্রমিক আন্দোলনের নেতা মুহাম্মদ বাকের সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার মা-বোনদের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। মা-বোনদের ইজ্জত লুণ্ঠন ও ধর্ষনের সাথে জড়িতদের বিচার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে কারণ এসব ঘটনার সাথে জড়িত সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অবিলম্বে আমরা নোয়াখালীর ঘটে যাওয়া নির্মম ঘটনা সহ সারা দেশে সংঘটিত ধর্ষনের সাথে জড়িতদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।