কেরানীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ।
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
সারাদেশে চলছে সরকার ঘোষিত লকডাউন। এই লকডাউনে সাধারণ হতদরিদ্র মানুষের উপার্জন একেবারেই বন্ধ। তার উপর সামনে রমজান মাস, এই রমজানে হতদরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেরানীগঞ্জ আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ।
আজ (১০ইএপ্রিল) শনিবার সন্ধ্যায় পূর্ব আগানগর গুদারাঘাট আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মানিক শেখ নিজ হাতে দৃষ্টি প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ভর্তি প্যাকেট তুলে দেন। এই ইফতার সামগ্রীর মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি চাল, ডাল, আলু, পিয়াজ, ছোলা, বুট, মুড়ি সহ মোট ১৩ ধরনের আইটেম ছিলো। ইফতার সামগ্রী হাতে পেয়ে অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
ইফতার বিতরণ প্রসঙ্গে আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরিব-দুঃখীদের ভালোবাসেন, তিনি সব সময় গরিব-দুঃখীদের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে ও (ঢাকা-৩) আসনের মাননীয় সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর অনুপ্রেরণায় এবং উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও ম,ই মামুন ভাইয়ের নির্দেশনায় আজ আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী বিতরণ করলাম।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জহির আহমেদ, কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আরিফ হোসেন, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্মসাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন, মহিলা সম্পাদিকা রুমা আক্তার মনি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষকলীগের যুগ্মসাধারণ সম্পাদক হারুনুর রশিদ সহ আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com