রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকা জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস টিম পৃথক দুটি অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (দক্ষিণ) অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক ইয়াকুব আলীসহ সঙ্গীয় একটি টিম বুধবার (০৫ ডিসেম্বর ২০২৫) রাতে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের প্রথম পর্বে রাত ৮টা ৫০ মিনিট থেকে ৯টা ৫ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া দক্ষিণপাড়া, নাজিরাবাগ এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মিরাজ শেখ (৪৪)-কে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এরপর রাত ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার শহীদনগর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ আবেদ আলী (৪৬) নামের আরও এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে পরদিন বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, কেরানীগঞ্জ এলাকায় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।