কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ককটেলসহ ৪ ডাকাত গ্রেপ্তার।
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও ককটেলসহ চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মামুন হাওলাদার (৩৪), আরিফ মৃধা (৩০), কামাল মাদবর (৪০) এবং কুদ্দুস ওরফে হৃদয় মোল্লা (২৩)।
বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দার মোল্লা বাড়ির সামনে তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় কেরানীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলমের নেতৃত্বে উক্ত স্থানে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্ট চলাকালে একটি গাড়ি পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ বেরিকেট ব্যবহার করে গাড়িটি থামাতে সক্ষম হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে চারজন ডাকাতকে আটক করা হয়।
তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে একটি শটগান, তিন রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা, একটি ধারালো ছোড়া, তিনটি লোহার শাবল, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি তাজা ককটেল এবং একটি জ্যাক উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতদের ব্যবহৃত ঢাকা মেট্রো-ড-১৪-৩৪১০ নম্বরের গাড়িটি জব্দ করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইলিয়াস হোসেন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায়
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, পলাতক ডাকাতদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com