কেরানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত।
কেরানীগঞ্জ সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল ৯ঃ৩০ মিনিটে গুলিস্তান-বান্ধুরা রোডের শরীফ মেলামাইন ফ্যাক্টরির সামনে সমর্থ বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক হয়েছে। মৃতের স্বামীর নাম মজিদ বেপারি, তার গ্রামের বাড়ী শরিয়তপুর জেলার জাজিরা থানার হাজি ওহাজ উদ্দিন মল্লিক গ্রামে।
ঘটনার বিবরণে জানা যায়,তিনি অটোরিকশার যাত্রী ছিলেন,পেছন থেকে বালু বোঝাই ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ট্রাকের চাকায় মাথা থেঁতলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বালির ট্রাক এবং চালককে আটক করতে সক্ষম হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ী এবং চালক আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) প্রেরণ করা হয়েছে। এব্যপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা পক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com