কেরানীগঞ্জে জাল টাকাসহ ৭ মামলার আসামি গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম(৩৫)। তার বাবার নাম মো. হানিফ রাঢ়ী। বাড়ি বরিশালের মুলাদী থানার উত্তর পাতার গ্রামে। সে মডেল থানার জয়নগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো।
সকালে কদমতলী গোলচত্ত্বর এলাকায় ঢাকা দক্ষিণ ডিবি কার্যালয়ে় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ( ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে় আজ বিকেলে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. জাহিদুল ইসলাম খানের তত্ত্বাবধানে এবং ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে একদল চৌকশ ডিবি পুলিশ অভিযান চালিয়ে একহাজার টাকার জাল নোট ৭৭ টিসহ নজরুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার নজরুলের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com