বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

কেরানীগঞ্জে চুরি হওয়া টিভি মালিকের কাছে ফিরিয়ে দিলেন মডেল থানার পুলিশ

কেরানীগঞ্জে চুরি হওয়া টিভি ফিরে পেয়ে মালিকের স্বস্তি,

বহু কষ্টে কেনা ৪৩ ইঞ্চি এলইডি টেলিভিশনটি চুরি হয়ে যায় গত ১৫ মে সকাল ৮ টা থেকে ১৬ মে সকাল ৭ টার মধ্যে কোন এক সময়ে। চিন্তার শেষ নেই টিভির মালিক কেরানীগঞ্জ মডেল থানার শিকারীটোলা গ্রামের প্রসেনজিৎ মোদকের। যে কোন মূল্যে টিভিটি তার চাই-ই চাই। বহু খোজাখুজি পর কোন ক্লু না পেয়ে টিভি উদ্ধার পুলিশের শরণাপন্ন হলেন তিনি। গত ২৮ মে থানায় মামলা হওয়ার সাথে সাথেই অভিযানে নামে পুলিশ। পুলিশ পরিদর্শক আবজালুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সেদিনই আটক করা হয় পুরাতন ভাড়ালিয়া গ্রামের ভাড়াটিয়া বেল্লাল হোসেন জনি(৩০)কে। পরে তার দেওয়া তথ্যে আটক করা হয় চোর সিন্ডিকেটের সদস্যা সজিব(২০)কে। তারা উয়য়ে স্বীকার করে ঘটনার দিন অর্থাৎ ১৫ মে রাত ৩ঃ৩০ মিনিটে বাদীর ঘরের তালা ভেঙে তারা দু’জনসহ আনোয়ার হোসেন(৪৫) টিভিটি চুরি করে সিকদার মেডিকেল কলেজ সংলগ্ন চোরাই মাল কেনা-বেচা চক্রের সদস্য মনির হাওলাদার)(৩৬) এর বাসায় রাখে। পরে পুলিশ বাদীর শনাক্তে টিভিটি উদ্ধার করে আজ ১ জুন (বুধবার) আদালতের মাধ্যে বাদী ফেরত দেয় এবং চুরি হওয়া মালামাল রাখার দায়ে মনির হাওলাদারকেও আটক দেখানো হয়। টিভি ফিরে পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছে টিভির মালিক।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া পিপিএম বলেন, চুরি হওয়া জিনিসটি তুলনামূলক ছোট হলেও পুলিশ বিষয়টি মানবিক ভাবে দেখেছে, এবং পুলিশের অক্লান্ত পরিশ্রমে অভিযানটি সফল হয়েছে। টিভিটি মালিককে ফিরিয়ে দিতে পেরে স্বস্তি বোধ করছি। জনস্বার্থে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সব সময় জনগণের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host