কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ।
টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে বন্ধুরা মিলে মুরগীর বার-বি-কিউ পার্টি করতে গিয়ে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধরা হলো স্থানীয় সিরাজ মিয়ার ছেলে রাজু (২৮) ও তার দুই শিশু কন্যা, রশিদ মিয়ার ছেলে মন্না (৩১) ও মোতালেব মিয়ার ছেলে হাবিব(২২)। অগ্নিদগ্ধ সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (১৫ই জুলাই) বৃহস্পতিবার রাত আটটার দিকে কোন্ডা ইউনিয়ন এর বীর বাঘের মৌজার পশ্চিমপাড়া বালুর মাঠ এলাকার বাইতুল মামুর জামে মসজিদ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোক মারফত ঘটনার বিবরণে জানা যায়, সিরাজ মিয়ার ছেলে রাজু, রশিদের ছেলে মন্না ও মোতালেবের ছেলে হাবিব একসাথে বন্ধুর মতন চলাফেরা করে। তারা আজ রাতে মুরগীর বার-বি-কিউ করবে বলে মুরগি ও গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ঝুপরী রান্না ঘরের ভিতরে মুরগি রান্নায় ব্যস্ত ছিল। এ সময় পার্শ্ববর্তী ঘর থেকে রাজুর দুই মেয়ে তাদের সাথে যোগ দেয়। গ্যাসের বারবার ডিস্টার্ব দিচ্ছিল, তাই সেটা ঠিক করার সময় কাছে থাকা গ্যাস সিলিন্ডারে
অসাবধানতাবশত আগুন লেগে তা
বিস্ফোরিত হয়ে সবাই অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com