সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে মাসব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন,
কেরানীগঞ্জে মাসব্যাপী আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
ঢাকার কেরানীগঞ্জে কর্মহীন যুবক-যুবতীদের অনলাইন আউটসোর্সিং কর্মসূচির আওতায় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে শাক্তা ইউনিয়ন এর আয়োজনে শাক্তা ইউনিয়ন এর চেয়ারম্যান হাজী মোহাম্মদ সালাহ্ উদ্দিন লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের শিক্ষা খাতের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ, নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও শতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
এসময় এক সংক্ষিপ্ত ভাষণ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কেরানীগঞ্জের যুবক-যুবতীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্য আমাদের এই আয়োজন।আশা করি এই কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের শাক্তা ইউনিয়ন এর ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখবে।