কেরানীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সেচ্ছাসেবকলীগের সচেতনতা কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় জীবানুনাষক ওষুধ ছিটানো হয়েছে। শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত।ঢাকা জেলা সেচ্চাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ ইয়াসিনের নেতৃত্বে প্রায় ৩০ লিটারের অধিক জীবানুনাষক ওষুধ ওয়ার্ডের রাস্তায় ও বাড়ীর দেয়ালে স্প্রে করা হয়।
এসময় তিন শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরন করা।এছাড়া সবাইকে সরকারী নির্দেশ মেনে আগামী নির্দেশ না দেয়া পর্যন্ত নিজ নিজ বাসগৃহে অবস্থান করার জন্য অনুরোধ করেন।
এসময় তিনি বলেন,বিশ্বব্যপি মহামারী করোনা ভাইরাস বাংলাদেশে বিস্তার প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করতেই আমাদের এ উদ্যোগ।আমরা আমাদের এলাকায় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি।এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।এমসয় তিনি আরো জানান,আমরা সবাই নিজ নিজ উদ্যোগে সচেতন হলেই করোনা প্রতিরোধ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ্।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাজেলা দক্ষিন সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও আগানগর ইউনিয়ন ৮নং ওয়র্ডের মেম্বর মোঃরফিক,ঢাকা জেলা দক্ষিনেরর প্রচার সম্পাদক মোঃআমিনুল ইসলাম শামীমসহ অন্যরা।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com