কেরানীগঞ্জে এক ছিনতাইকারী গ্রেফতার,
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জের ছিনতাইরত অবস্থায় স্থানীয় জনতার সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২০শে জানুয়ারী) রাত ১১:৩০মিনিটে কদমতলী চৌরাস্তা থেকে সাইফুল ইসলাম(২০) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়, এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও মোবাইল ফোন জব্দ করা হয়।আটককৃত সাইফুল কুমিল্লা জেলার মেঘনার ফরাজিকান্দির মৃত রতন মিয়ার পুত্র ও বর্তমানে মডেল থানাধীন আবু হাজির বাড়ির ভাড়াটিয়া।
কেরানীগঞ্জ থানার এসআই বাসির উদ্দিন বলেন, কদমতলী এলাকায় ছিনতাই হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক উক্ত এলাকায় উপস্থিত হয়ে অভিযান চালিয়ে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে একটি মামলা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com