কেরানীগঞ্জে এক যুবক খুন রক্তাক্ত লাশ উদ্ধার
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া মসজিদপাড় এলাকার নিজ বাসা থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ভার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।এঘটনায়
জিজ্ঞাসাবাদের জন্য নিহতে স্ত্রী রিনা আক্তার সহ কয়েকজন কে আটক করেছে পুলিশ।
গতকাল (২২শে মে) সকালে কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তরপাড়া মসজিদ পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মারুফ কাজীর পিতার নাম মোঃ মাসুম কাজী, সে শুভাঢ্যা মসজিদ পাড়ার স্থানীয় বাসিন্দা। ধারণা করা হচ্ছে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় মাথায় কিছু দিয়ে জোরে আঘাত করার কারণে তার মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে, নিহত মারুফ কাজী ও রিনা দম্পতির ঘরে একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই আইউব আলী জানান, মারুফের মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। নিহতের মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য লাস মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্তে
নিহতের স্ত্রী সহ পরিবারের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এখন বিস্তারিত বলা যাবেনা তদন্ত শেষে ঘটনার মূল রহস্য উদঘাটিত হলে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com