বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে একদিনে মিলল ৩ লাশ।
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা
কেরানীগঞ্জ মডেল থানায় আতাশূরে এক দারোয়ান কে ছুরিকাঘাতে হত্যা ও এক যুবক আত্মহত্যা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় রোড এক্সিডেন্ট সিএনজির ড্রাইভার সহ একদিনে তিনটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের আতাশূরে রতন মিয়ার সাইডে একটি গোডাউনের দারোয়ান শামসুল হক (৪৪) কে গতকাল রাতের কোনো এক সময় কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহত শামসুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া হাজী মোসলেম উদ্দিনের ছেলে।ধারণা করা হচ্ছে রাতে কোনো সংঘবদ্ধ চোর বা ডাকাতের দল গোডাউনে চুরি করতে আসলে শামসুল হক বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে।কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল বাশার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এছাড়া জিনজিরা হাউলী এলাকায় মাহাবুব(১৮) নামের এক যুবক গতকাল রাতে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত মাহাবুব নরসিংদী রায়পুরা আব্দুল আউয়াল মিয়ার ছেলে। মাহবুব ও তার স্ত্রী দুজনেই জিনজিরা জনি টাওয়ারের পাশে বি প্লাস মার্কেটে চাকরি করতো। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে।
এছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের সামনে রাত একটার দিকে রাস্তার রোড ডিভাইডারের সাথে সিএনজি ধাক্কা লেগে গুরুতর আহত মনসুর তালুকদার (৫০)কে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে তিনি সেখানে মারা যান। পেশায় সিএনজি চালক মনসুরের পিতার নাম শাহ আলম তালুকদার, সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা আউটশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী বলেন, প্রাথমিকভাবে জানা যায়,
মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাত্রী নামিয়ে ফেরার পথে ঝিলমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনটি লাশই পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিদিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।