মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে একই দিনে ২ লাশ উদ্ধার,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জ থেকে একই দিনে দুটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
এদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া পারভেজ (২৫) নামের জুতার দোকানের কর্মচারী কে ডেকে নিয়ে নিশংস ভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছিল দুর্বৃত্তরা। পরবর্তীতে আজ সকালে বরিশাল পুলিশ ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বরিশুর নৌ পুলিশের এসআই শাহজাহান ও মৃতের আত্মীয়দের তথ্য থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পারভেজের কথিত বন্ধু নাঈম রবিবার রাত আটটার দিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এসময় পারভেজ অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কিছুক্ষণের মধ্যে চলে আসছি বলে বাসা থেকে বের হয়। এরপর সারারাত বাসায় ফিরে না আসলে পরিবারের সদস্যরা পরদিন সকালে থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরবর্তীতে আজ সকাল আটটার দিকে নদীতে লাশ ভেসে ওঠে। এ ঘটনায় পুলিশ নাঈম সহ আরো ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এছাড়াও গতকাল রাত আটটার দিকে বাবুবাজার ব্রিজের উপরে নেশাগ্রস্ত অবস্থায় শুয়ে থাকা নাসিরুল্লাহ (৪৫) কে একটি প্রাইভেটকার চাপা দেয়। এ ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই স্বপন তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের
মর্গে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।