কেরানীগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেন (র্যাব-১০) ।
টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও বিপুল পরিমান হেরোইনসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) ।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে রবিবার (৮ই আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিনব কায়দায় টিফিন ক্যারিয়ারে করে নিয়ে যাওয়ার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল পাসপোর্ট অফিসের উল্টোপাশের পেট্রোল পাম্পের সামনে থেকে বেদে সম্প্রদায়ের মোঃ তাহিদ জোমাদার (২২) ও মোঃ তারিফুল ইসলাম (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৫,৭৪০ (পাঁচ হাজার সাতশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এছাড়াও একই দিন বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৪০ (সাতশত চল্লিশ) পুরিয়া হেরোইনসহ মোঃ আরিফুর রহমান (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা
পেশাদার মাদক ব্যবসায়ী এবং কেরানীগঞ্জ ও এর আশেপাশের কিছুদিন যাবত মাদক দ্রব্য বিক্রয় করে বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com