কেরানীগঞ্জে ইয়াবাও গাজা সহ ৩ মাদক ব্যবসায়ী র্যাবের হাতে আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল শুক্রবার(১৮ই জুন) রাত সাড়ে আটটার দিকে র্যাব-১০ এর একটি দল কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাজার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বোরহান উদ্দিন (৩২) নামের ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।এসময় তার নিকট থেকে ৬০ (ষাট) পিস ইয়াবা ও ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন রাত এগারোটার দিকে
দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন গোলামবাজার বেলীভিটা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে গাঁজাসহ মোঃ ফারুক হোসেন (৩২) ও ২। মোঃ জামিল হোসেন (৩০) নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৫৩০ গ্রাম গাঁজা ও ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবারহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com