কেরানীগঞ্জে ইউপি সদস্যের কারখানায় অভিযান ৫০হাজার টাকা জরিমানা
ইমরান হোসেন ইমু । কেরানীগঞ্জে এক ইউপি সদস্যের কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ওই কারখানার মালিক ইউপি সদস্য মো. মোক্তার হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে ওই কারখানায় অরেঞ্জ সফট ড্রিংকস পাউডার তৈরী করার অপরাধে কারখানাটিকে বন্ধ করেও দেয়া হয়েছে। আজ ৩ মে রবিবার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে কালিন্দী ইউনিয়ননের ওই সদস্যের কারখানায় এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসময় কারখানার মালিক মো. মোক্তার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটিকে বন্ধ ঘোষণা করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, দীর্ঘদিন যাবত ইউপি সদস্য মোক্তর হোসেন তার কারখনায় অবৈধভাবে অরেঞ্জ সফট ড্রিংকস পাউডার তৈরী করে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে ৫০হাজার টাকা জরিমানা ও কারখানাটিকে বন্ধ করে দেয়া হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com