কেরানীগঞ্জে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত,
কেরানীগঞ্জ সংবাদ,
কেরানীগঞ্জে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত
ঢাকার কেরানীগঞ্জে ‘শেখ হাসিনার উপহার আমার বাড়ি আমার খামার-বদলাবে দিন তোমার আমার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমার বাড়ি আমার খামার প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও জেলা প্রশাসন ঢাকার আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অতিরিক্ত সচিব) পল্লী সঞ্চয় ব্যাংকের প্রকল্প পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নজির আহমেদ(যুগ্ম সচিব) উপপ্রকল্প পরিচালক (প্রশাসন ও সমন্বয়) ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দায়িত্ব শুধু টাকা দেয়া এবং টাকা আদায় করার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের কাজ হলো মানুষের জীবিকা উন্নয়ন করা। তাকে পথ দেখিয়ে দেয়া। হতদরিদ্র মানুষ যেন অর্থনৈতিকভাবে সাবল্বমী হতে পারে। এ জন্য তাদের বসতবাড়িকে কেন্দ্র করে খামার স্থাপন। প্রধানমন্ত্রী সব সময় বলেন এক ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না। যার যতটুকু জায়গা আছে সেটুকু ব্যবহার নিশ্চিত করা।
সভাপতির বক্তব্য অমিত দেবনাথ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ অগ্রাধিকার প্রকল্পের মধ্যে প্রথমটি হচ্ছে আমার বাড়ি আমার খামার: ‘শেখ হাসিনার উপহার, একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার’ নারীর ক্ষমতায়ন, উন্নয়নে নারীর অংশীদারিত্ব নিশ্চিত করণ, দরিদ্রদের পূজি গঠন সহ প্রযুক্তিগত সুবিধার সাথে দারিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণের ক্ষেত্রে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম।
বর্তমান করোনা সংকট মোকাবেলায় এই প্রকল্পকে আমাদের অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার করার সুযোগ রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com