দক্ষিণ কেরানীগঞ্জে কোভিট-১৯ টিকা প্রদান ওয়ার্ড কমিটি গঠন সভা অনুষ্ঠিত,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী আগামী ০৭ আগস্ট, ২০২১ থেকে ওয়ার্ড পর্যায়ে কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ওয়ার্ড পর্যায়ে কোভিট-১৯ টিকা সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক কমিটি গঠন সভায় অনুষ্ঠিত।
আজ সোমবার (০২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগে সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বার এর সার্বিক তত্ত্বাবধানে এ সভায় স্বেচ্ছাসেবক কমিটির গঠন করা হয়। এ কমিটি করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিসহ জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, চিকিৎসা বিষয়ক পরামর্শ ও সহায়তা প্রদান, টিকা প্রদানে উদ্বুদ্ধকরণে কাজ করবে।
এসময় অন্যান্যের মধ্যে ঢাকা জেলারস্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নুর আলম রবি, যুগ্মসাধারণ সম্পাদক শাহ সেলিম বাবু, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উৎপল মজুমদার, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান সবুজ, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দীন জসিম, আগানগর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আসাদ, জিনজিরা ইউনিয়ন সভাপতি ইভান, তেঘরিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সায়েম, হুমায়ুন কবির জসিম, মোহাম্মদ যুবরাজ সহ সংগঠনের ৫ টি ইউনিয়ন ও ৪৫ টি ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com