মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠিত ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আয়োজন করেছে।
রবিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৯টার দিকে আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মিলাদ দোয়া মোনাজাত ও গনভোজের আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে মিলাদ ও মোনাজাতে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক ম.ই মামুন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আশু, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির আহমেদ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ প্রমুখ।