কেরানীগঞ্জে অস্ত্র ও মাদক সহ এক ব্যবসায়ী র্যাবের হাতে আটক ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরাণীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল (১৭ই জুন) ভোররাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরাণীগঞ্জ মডেল থানাধীন পুরাতন সাহাপুর কবরস্থান ঈদগাহ মাঠ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ওয়ান শুটার গানসহ মোঃ নিজাম (৪০) নামের এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে একটি শুটার গান, ১রাউন্ড এ্যামুনেশন(গুলি) ও ৪০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত নিজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী।সে বেশ কিছুদিন যাবত কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।তার
বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অস্ত্র ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com