মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার।
টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা- বান্দুরা মহাসড়কের পাশের ঝোপ থেকে অজ্ঞাত পরিচয়(২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
আজ (৮ই সেপ্টেম্বর) বুধবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন নেকরোজবাগ কবর স্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও হাফহাতা গেঞ্জি। এসময় নিহতের পিঠের চামড়া ক্ষতবিক্ষত দেখা গেছে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই আফজাল হোসেন জানান, মহাসড়কের পাশে ঝোপের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে মহাসড়কের চলন্ত কোন গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তার ধারে পড়ে নিহত হতে পারে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।