কেরানীগঞ্জে অগ্নিকান্ড ৫ দোকান পুড়ে ছাই,
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সোয়া কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের । আগুনে ১টি দোকানের আংশিক এবং অপর ৪ টি দোকানের সম্পুর্ণ মালামাল পুড়ে যায়।শনিবার রাত ১১ টার দিকে রোহিতপুর মাছ বাজারের পাশে বাজারের সব চেয়ে বড় দোকান রহমান ষ্টোর সহ আরো চারটি দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যেই এরশাদ ষ্টোর, রাজু ষ্টোর, আজহার ষ্টোর ও শাওন ষ্টোর সম্পন্ন পুড়ে যায়। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট সহ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিট প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করছি বৈদ্যুতিক শার্ট সার্কিটের আগুন লেগেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, আমরা তদন্ত কর্মকর্তা কে ঘটনাস্থলে পাঠিয়ে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে চেষ্টা করছি। তদন্ত শেষে বিস্তারিত জানা জাবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com