বুধবার, ১৬ Jul ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জের মডেল টাউন এলাকার ৪শতাধিক হত দরিদ্র কর্মহিন মানুষের পাশে দাড়ালেন মো.কবির হোসেন
কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য সেটা আবার প্রমান করলেন কেরানীগঞ্জের মডেল টাউন এলাকার হত দরিদ্র ক্যান্সারের রোগী মো.কবির হোসেন।পেশায় সে একজন দাড়োয়ান ।দেশে মানুষ যখন প্রানঘাতী করোনার কারনে কর্মহিন ও অসহায় হয়ে পড়েছে। ঠিক তখন নিজের চিকিৎসার জমানো টাকা দিয়ে শনিবার সকালে মডেল টাউন এলাকায় অসহায় না খেয়ে থাকা ৪ শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।এসময় কবির বলেন আমার চিকিৎসার জন্য জমানো টাকা দিয়ে আমি একা সুস্থ হলেও আমার পাশের অনেকে না খেয়ে থাকবে।মানুষ খেয়ে আমার জন্য দোয়া করলেই আমি ভালো হয়ে যাবো।এ সময় উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো.কামাল হোসেন।