মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
কেরানীগঞ্জের গুদারাঘাটে আঞ্চলিক শাখা যুবলীগের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
ঢাকার কেরানীগঞ্জে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলা শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠান, দোয়া মোনাজাত ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করেছে গুদারাঘাট আঞ্চলিক শাখা যুবলীগ।
আজ মঙ্গলবার (৩১শে আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে সকাল সাড়ে দশটায় পূর্ব আগানগর গুদারাঘাট আলম মার্কেট এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
আঞ্চলিক শাখা যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম ঢালীর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। পরে শহীদদের আত্মার উদ্দেশ্যে মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে
পাঁচ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল,তেল,আলু, পিঁয়াজ, লবন সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ম,ই মামুন, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ বাসের, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম,আঞ্চলিক শাখা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ সেলিম,কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বাধীন শেখ,আঞ্চলিক শাখা যুবলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন, সহ সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক হান্নান মৃধা সহ আঞ্চলিক শাখার সকল নেতৃবৃন্দ।