কেরানীগঞ্জে গণহারে করোনার টিকাদানের পাইলট প্রকল্প উদ্বোধন।
টিটু আহম্মেদ, কেরানীগঞ্জ সংবাদদাতা
সারা দেশের ন্যায় আজ কেরানীগঞ্জেও সরকারি পাইলট প্রকল্প হিসেবে গণহারে করোনার টিকাদান কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ (৭ই আগস্ট) শনিবার সকাল ১০টায় ঢাকা জেলার সুযোগ্য জেলা প্রশাসক শহিদুল ইসলাম
উপজেলার আগানগর ইউনিয়ন আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সার্বিক সহযোগিতায় সুশৃংখলভাবে সাধারন মানুষদেরকে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে।টিকাদান কর্মসূচি উপলক্ষে আগানগর ইউনিয়ন ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ২০০ করে ৬০০ জনকে আজ টিকা প্রদান করা হবে। এক্ষেত্রে বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে উপজেলা প্রশাসন বরাবর তালিকা পাঠানো হয়েছে। এছাড়াও তালিকার বাইরে আরো ১০০ জনকে টিকা প্রদানের সক্ষমতা আছে বলে জানিয়েছেন আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি।
এছাড়াও একই সাথে শুভাঢ্যা ও জিনজিরা ইউনিয়নে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পরবর্তীতে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদাভাবে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে।
টিকাদান কর্মসূচীতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ মঈনুল আহসান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার অমিত দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, যুবলীগের সভাপতি মাহমুদ আলম
আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ পাভেল, সহ-সম্পাদক মাসুম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সবুজ, আগানগর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আসাদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ, মোহাম্মদ আজিজসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com